২ মার্চ ২০২২
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে অষ্টম ধাপের ভর্তি প্রক্রিয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার দুই ইউনিটের সাধারণ ও কোটার ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ-১’ ইউনিটে ৭০৫৬-৭৪৫৫ পর্যন্ত র্যাংকিংয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। একই সময়ে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে র্যাংকিংধারী ১১৪৪৪৩৮৯, ১০৪৮০৮১১, ১০৮৫৫৫৩৬, ১১৪৪৪৩২২, ১১৭৭১৪৩৮, ১০৪০৭০৭৫, ১১৮২৭২২৫, ১১১২২৮৮৮, ১১৪৪৪৯৭৪, ১২১৩৭৩৯২, ১২৪২৫২২৬, ১২৬১৫৪৫৪, ১২৮৫০০৮৮, ১২১৯১৩১৩, ১০১৫৩৫৩৪, ১০৪০৬৭৭৮, ১০৪৭৯৫১৪, ১০৯০৩২৮৩, ১০৭২১২৭৯- এই ১৯ জন ও মানবিক বিভাগের ১৭৭৫-১৭৯৪ পর্যন্ত র্যাংকিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।
এছাড়া বেলা ১১টায় ‘এ-১’ ইউনিটের মুক্তিযোদ্ধা কোটা থেকে ৩৫-২০০ পর্যন্ত, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৩২-৬৯ পর্যন্ত ও প্রতিবন্ধী ১৫-৩৫ পর্যন্ত র্যাংকিংয়ে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।
অন্যদিকে ‘বি’ ইউনিটের বিজ্ঞান বিভাগ থেকে মুক্তিযোদ্ধা কোটা ৭-৬০ পর্যন্ত, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৬-১৭ পর্যন্ত, পোষ্য ৭-৭ পর্যন্ত ও প্রতিবন্ধী ৫-৯ পর্যন্ত, মানবিক বিভাগের মুক্তিযোদ্ধা কোটা ১১-১০০ পর্যন্ত, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৭-১৫ পর্যন্ত ও প্রতিবন্ধী ৭-৩০ পর্যন্ত এবং বাণিজ্য বিভাগের মুক্তিযোদ্ধা কোটা ৩-৪০ পর্যন্ত ও প্রতিবন্ধী কোটা ৩-৭ পর্যন্ত র্যাংকিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।
ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য admission.sust.edu.bd ওয়েবসাইটে জানা যাবে।