৮ মার্চ ২০২২


নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেটের সেক্রেটারি হলেন ডা. শিপলু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর প্রাচীনতম মসজিদের অন্যতম একটি মসজিদ হল নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট। নগরীর ডাক বাংলা রোডে এই মসজিদটি অবস্হিত। প্রায় দুই যুগ এই মসজিদের মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। কামরানের ইন্তেকালের পর মসজিদ কমিটি কামরানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোতাওয়াল্লি পদটি শূন্য রেখে দেন।

মঙ্গলবার কমিটির মেয়াদ শেষ হলে সাধারণ সভা আহবান করে। সভায় বিপুল সংখ্যক মুসল্লিয়ানগণ সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

এসময়স্থানীয় সিটি কাউন্সিলার নজরুল ইসলাম মুনিম কামালগড়, ছড়ারপার এলাকাবাসী, চাউল বাজার ব্যবসায়ী সমিতি, শাহচট রোড ও ডাক বাংলা রোডের ব্যবসায়ীগনের অংশগ্রহণে মসজিদ পরিচালনার জন্য সেক্রেটারি হিসেবে কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু কে নির্বাচিত করা হয়।

উল্রেখ্য, সিলেটের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান আমৃত্যু ছড়ারপাড় জামে মসজিদ, নবাবী জামে মসজিদ সহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। ২০২০ সালে কোভিড ১৯ এ ইন্তেকালের পর ছড়ারপাড় মহল্লাবাসী ছড়ার পাড় জামে মসজিদের সেক্রেটারি হিসেবে কামরান পুত্র ডা. শিপলু কে মনোনীত করেন।

শেয়ার করুন