১২ মার্চ ২০২২


পারাইরচকে আ.লীগ নেতার পরিত্যাক্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইচক এলাকায় সড়কের পাশ থেকে শাইস্তা মিয়া (৫০) নামে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাইস্তা মিয়া শাইস্তা মিয়া বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, শুক্রবার রাতে সিলেট শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। শহর থেকে বেরহওয়ার ১০ মিনিট পর থেকে তার মোবাইলে পরিবারের লোকজন ফোন দিলেও রিসিভ হয়নি। খবর পেয়ে পুলিশ পারাইরচক এলাকা থেকে মোটরসাইকেলের পাশে পড়ে থাকা মরদেহ উদ্ধার করে।

মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে কোন এক যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতেই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন