২৮ মার্চ ২০২২
নিজস্ব প্রতিবেদক : শহরতলীর টুকেরবাজারের তেমুখী পয়েন্টে অবস্থিত জামেয়া ইসলামিয়া হযরত আবুবকর সিদ্দিক (রা.) মাদ্রাসার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষনিক ভাবে এঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটে। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
খবর পেয়ে স্থানীয়রা আপ্রান চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এর পর ফায়ার সার্ভিসের লোকজন খবর ঘটনাস্থরে উপস্থিত হন। প্রথমে দেরিতে যাওয়ার কারণে রাগান্বিত হয়ে স্থানীয় স্বেচ্ছাসেবকরা তাদের কাজে অংশগ্রহণ করতে বাধা প্রদান করেন।পরে নেতৃস্থানীয়দের হস্তক্ষেপে তারা সরে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের কাজের সুযোগ করে দেন।