২৯ মার্চ ২০২২


স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন কারাবন্দিরা

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের সব কারাগারে ফের শুরু হয়েছে বন্দিদের সঙ্গে আত্মীয়-স্বজনদের সরাসরি সাক্ষাৎ। স্বাস্থ্যবিধি মেনে দেশের ৬৮টি কারাগারে বন্দিদের সঙ্গে এখন সাক্ষাৎ করতে পারছেন স্বজনরা। কোনো কোনো কারাগারে চলতি মাসের প্রথম সপ্তাহে বন্দিদের সঙ্গে আত্মীয়-স্বজনদের সাক্ষাৎ শুরু হয়। ধীরে ধীরে এখন সব কারাগারেই বন্দিরা স্বজনদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারছেন।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রি. জেনারেল এ এস এম আনিসুল হক নিশ্চিত করে বলেন, করোনার নিম্নগতির কারণে দেশের সব কারাগারে আত্মীয়-স্বজনদের সঙ্গে পুনরায় বন্দিদের সরাসরি সাক্ষাৎ শুরু করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধির দিকে আমরা জোর নজর দিচ্ছি। আত্মীয়-স্বজনরা স্বাস্থ্যবিধি মেনে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করছেন।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, রমজান মাসে যেসব বন্দি রোজা রাখবেন, বরাবরের মতো সরকারের তরফ থেকে তাদের জন্য সেহরি ও ইফতার থাকবে।

এদিকে কারা সূত্র জানিয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধে প্রায় দুই বছর বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ ছিলো। এর মধ্যে গত বছর মার্চে ভাইরাস কমে যাওয়ায় এক মাস ফের বন্দিদের সঙ্গে সাক্ষাৎ শুরু হয়েছিলো। পরবর্তীতে আবার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সেটা বন্ধ করা হয়েছিলো। বর্তমানে করোনার প্রকোপের নিম্নগতির কারণে দেশের সব কারাগারে আত্মীয়-স্বজনদের সঙ্গে বন্দিদের সাক্ষাৎ চলছে।

শেয়ার করুন