৪ এপ্রিল ২০২২


সেভিয়ার রেকর্ড গড়ার সুযোগ কেড়ে নিলো বার্সেলোনা

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : লা লিগায় ন্যু ক্যাম্পে সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড গড়ার সুযোগ কেড়ে নিয়েছে বার্সেলোনা। প্রথম স্থানে থাকা রিয়ালের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান ১২।

রোববার রাতে সেভিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে বার্সা।

এ ম‍্যাচের আগে টানা ১৫ ম‍্যাচ অপরাজিত ছিলো সেভিয়া। সেই নভেম্বরের শেষ থেকে চলছিলো তাদের অপরাজেয় ছুটে চলা। ন্যু ক্যাম্পে হার এড়াতে পারলেই হয়ে যেতো রেকর্ড। এখানে হার এড়াতে পারলেই স্পেনের শীর্ষ লিগে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম‍্যাচ অপরাজিত থাকার রেকর্ড হতো। সেটি ব‍্যর্থ করে দিয়ে গত বছরের এপ্রিলের পর প্রথমবারের মতো লা লিগায় টানা ছয় জয় পেলো বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদকে ৪-০ ব‍্যবধানে হারানোর পর এদিনই প্রথম মাঠে নামে বার্সোলোনা। কোচ শাভির চোখে আন্তর্জাতিক বিরতির পর হওয়া এই ম‍্যাচ ছিলো ‘ফাইনাল।’ সেখানে তাদের জয়ে সুবিধা হলো চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের।

২০০২ সালের ডিসেম্বরের পর থেকে কাম্প নউয়ে বার্সেলোনাকে হারাতে না পারা সেভিয়া পুরো ম‍্যাচেই খেলে আক্রমণাত্মক ফুটবল। লিগে আগের ৫ ম‍্যাচে ১৮ গোল করা বার্সেলোনাও খেলে সহজাত ফুটবল। শুরু থেকে জমে ওঠে ম‍্যাচ।

তবে মাঝ মাঠ দখলের লড়াইয়ে একটু এগিয়ে থাকা বার্সেলোনাই পায় প্রথম সুযোগ। তবে দ্বাদশ মিনিটে উসমান দেম্বেলের ক্রসে ফ্রেংকি ডি ইয়ং হেড লক্ষ্যে রাখতে পারেননি।

প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারাচ্ছিলো দুই দলের আক্রমণগুলো। গোলের জন্য শট লক্ষ্যে রাখতে পারছিলেন না কেউই। অবশেষে ৩৯তম মিনিটে প্রথম সেই চেষ্টায় সফল হন ফেররান তরেস। তবে বার্সেলোনা ফরোয়ার্ডের দুর্বল শট অনায়াসেই ব্যর্থ করে দেন সেভিয়া গোলরক্ষক।

একের পর এক আক্রমণ করে যাওয়া বার্সেলোনা ৭২তম মিনিটে ভাঙতে পারে সফরকারীদের প্রতিরোধ। দেম্বেলের কাছ থেকে ডি-বক্সের মাথায় বল পেয়ে ইভান রাকিতিচের স্লাইড এড়িয়ে পেদ্রি সরে যান একটু পাশে। ছুটে আসা ব্রাজিলিয়ান ডিফেন্ডার দিয়েগো কার্লোসকে ডজ দিয়ে পাঠিয়ে দেন আরেক পাশে। এরপর ঠাণ্ডা মাথায় পোস্ট ঘেঁষে বার্সেলোনার তরুণ মিডফিল্ডার বুলেট গতির শটে খুঁজে নেন জাল। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন পেদ্রি।

লিগে ৩০ ম‍্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৫৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক‍্যে দ্বিতীয় স্থানে বার্সেলোনা, আতলেটিকো মাদ্রিদ ও সেভিয়া। এর মধ‍্যে বার্সা একটি ম‍্যাচ কম খেলেছে।

শেয়ার করুন