১৫ এপ্রিল ২০২২


ইউরোপা লিগ থেকেও বিদায় নিলো বার্সেলোনা

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আইনট্রাখট ফ্রাংকফুর্টের কাছে হেরে লিগ থেকে বিদায় নিলো বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগে ৩-২ গোলে হারে বার্সা।

ম্যাচ শুরুর চার মিনিটেই গোল পেয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। সফল স্পট কিকে ফিলিপ কোস্তিক এগিয়ে নেয় সফরকারীদের। ৩৬ মিনিটে রাফায়েল সান্তোসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফ্রাঙ্কফুর্ট। ফিলিপ কোস্তিকের পাসে দারুণ গোল করেন কলোম্বিয়ান এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে বার্সা বেশ কয়েকটা সুযোগ পেলেও, সবচেয়ে বড় সুযোগটা নষ্ট করেন পিয়েরে এমেরিক অবামেয়াং। ফাঁকা জালে বল জড়াতে পারেননি তিনি। পুরো ম্যাচে ৭৫ ভাগ বলের দখল ছিলো বার্সেলোনার পায়ে। তবে প্রতিপক্ষের পোস্টে মোট দশবার শট নিয়ে চার বার লক্ষ্যে রাখতে সক্ষম হয় স্বাগতিকরা। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে

অনেক এগিয়ে ছিলো ফ্রাঙ্কফুর্ট। ৬৭ মিনিটে কোস্তিকের গোলে ব্যবধান ৩-০ করে ফ্রাঙ্কফুর্ট।

নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ায় অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে বার্সার হয়ে ব্যবধান কমান সার্জিও বুসকেটস। এর খানিক পরেই ডি-বক্সে ফাউলের শিকার হন লুক ডি ইয়ং, লাল কার্ড দেখেন এভান দিকা। পেনাল্টি থেকে বার্সার হয়ে দ্বিতীয় গোলটি করেন মেমফিস ডিপাই। তবে মেমফিস দিপাই শেষ মুহুর্তে স্কোরলাইন ৩-২ করলেও হার এড়াতে পারেননি।

শেয়ার করুন