১৯ এপ্রিল ২০২২
নিজস্ব প্রতিবেদক : পুরাতন কমিটি ভেঙ্গে দেয়ার পর সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন করেছে জাতীয় পার্টি। পাশাপাশি সম্মেলনের প্রস্তুতি গ্রহণের জন্যও আহ্বায়ক কমিটির সদস্যদের প্রতি নির্দেশনাও দেয়া হয়েছে।
মঙ্গলবার পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে কমিটি দুটির অনুমোদন দেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।
সিলেট জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. কুনু মিয়াকে ও সদস্য সচিব করা হয়েছে পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদকে। মহানগরে আহ্বায়ক করা হয়েছে পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নজরুল ইসলাম বাবুলকে ও সদস্য সচিব করা হয়েছে সিলেট জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল শহীদ লস্কর বশিরকে।
এই কমিটি দুটিকে আগামী ২৫ মে’র মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।