৩০ এপ্রিল ২০২২
নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সিলেটের বাড়িজুড়ে বিরাজ করছে সুনসান নীরবতা। তার দাফন ও জানাজা নিয়ে নগরীর ধোপাদীঘির পাড়ে পৈতৃক বাড়ি হাফিজ কমপ্লেক্সে বৈঠকে বসেছেন নেতাকর্মীরা।
শনিবার দুপুর ১২টার দিকে এই বৈঠক শুরু হয়।
বৈঠকের আগে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা জানাজার নামাজের জন্য সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন। পাশাপাশি দাফনের জন্য নগরীর রায়নগরস্থ দীপ্তি বাড়ি পারিবারিক গোরস্থান পরিদর্শন করেন তারা।