৩০ এপ্রিল ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেটের কৃতিসন্তান্, বরেণ্য অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কুটুক্তি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সিলেট-১ আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আব্দুল মুক্তাদির। সমাজিক যোগাযোগ মাধ্যমে তার এই কুটুক্তি নিয়ে সমালোচনার ঝড় বইছে। শুধু তাই নয় খন্দকার মুক্তাদিরকে গণধোলাই দেয়ার ঘোষনা দিয়েছে সিলেট মহানগর যুবলীগ।
গতকাল রাতে খন্দকার মুক্তাদির তার ফেইসবুক আইডিতে লিখেছেন-
জনাব আবুল মাল আব্দুল মুহিত পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছি। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। জনাব মুহিত ছিলেন কলেজ জীবনে আমার চাচার সহপাঠী। দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন ভোটার বিহীন জবর দখলকারী একটি সরকারের অংশ, যে সরকার ইলিয়াস আলী সহ অন্তত চারজন সিলেটি এবং সারাদেশে কয়েকশত গুমের জন্য অভিযুক্ত, অর্থনৈতিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকাকালীন তাঁর অনুসৃত ভুল অর্থনৈতিক নীতি এবং একের পর এক দুর্নীতিগ্রস্ত প্রকল্প ও ক্রয় প্রস্তাব পাশের দায় এই জাতির পরিশোধ করতে হবে বহু বছর ধরে। তাঁর স্মৃতির সাথে এই পীড়াদায়ক বাস্তবতা জড়িয়ে থাকবে বহুদিন। তাঁর মাগফেরাতের জন্য দোয়া করি।
আটাব সিলেট জোনের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার জলির খন্দকার মুক্তাদিরের স্ট্যাটাসের স্ক্রীনশর্ট দিয়ে লিখেছেন- ‘মুক্তাদির সাহেব মরহুম সাবেক অর্থমন্ত্রী সম্মন্দে আপনার এই মন্তব্য অত্যান্ত ঘৃণিত ও নিন্দনীয়৷ সিলেটবাসী আপনার মত নেতৃস্থানীয় ব্যক্তির কাছথেকে এরকম মন্তব্য আশা করে নি৷’
মুক্তাদিরের এই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল লিখেছেন, ‘মুক্তাদির সাহেব! ভালো পরিবারে জন্ম আপনার। কিন্তু ভাবতে অবাক লাগে, ক্ষমতার লোভ এতটাই যে, একজন মৃত্যুবরণকারী ব্যক্তির ব্যাপারে এমন মন্তব্য! সত্যিই ভাবতে অবাক লাগে, কতটা নিচু মনের মানুষ হলে এমনটা বলা যায়?’
রানিং সিলেট এর সম্পাদক মিজান মোহাম্মদ লিখেছেন- ‘একজন রাজনীতিবিদ হতে হলে কিছু বিশেষ গুণের অধিকারী হতে হয়। এর মধ্যে যে দুটি গুণ বেশি প্রয়োজন তা হলো অন্যের প্রতি সম্মান প্রদর্শন শক্তি ও প্রজ্ঞা। মিস্টার মুক্তাদির, আপনি এই দুটির একটিও প্রদর্শন করতে পারেন নি। একজন সর্বজন শ্রদ্ধেয় মৃত মানুষের প্রতি আপনার স্ট্যাটাস সত্যিই কুৎসিত।’
মুক্তাদিরকে গণধুলাইয়ের ঘোষণা যুবলীগের
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, দেশবরেণ্য রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক, সিলেট ১ আসনের সাবেক সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থমন্ত্রী সিলেটের কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ও আস্তাভাজন সর্বজন শ্রদ্ধেয় মরহুম আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে বিএনপি নেতা কুলাঙ্গার খন্দকার মুক্তাদিরের কুরুচিপূর্ণ ফেইসবুক স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি জনাব আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন সর্বজন শ্রদ্ধেয় একজন মৃত ব্যক্তিকে নিয়ে খন্দকার মুক্তাদির যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো তা করতে পারেনা, নেতৃবৃন্দ বলেন মরহুম আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে খন্দকার মুক্তাদির দেশবাসী ও সিলেটবাসীর হৃদয়ে আঘাত করেছেন এবং মানষিক বিকারগ্রস্ত বিনপি নেতা খন্দকার মুক্তাদি আবারো প্রমাণ করলেন বিএন পি একটি মানষিক বিকারগ্রস্ত লোকদের সংগঠন। খন্দকার মুক্তাদির কুলাঙ্গার খন্দকার মোশতাকের উত্তরসূরী।
নেতৃবৃন্দ অবিলম্বে কুলাঙ্গার খন্দকার মুক্তাদিরকে তার বক্তব্য প্রত্যাহার করে সিলেটবাসী ও দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা জন্য বলেন। অন্যতায় খন্দকার মুক্তাদিরকে সিলেট থেকে বিতাড়িত ও প্রকাশ্যে গণধুলাই দেয়া হবে বলে হুশিয়ারি দেন।