৮ মে ২০২২


শেরপুর বাসচাপায় পুলিশ সদস্য নিহত

শেয়ার করুন

শেরপুর প্রতিনিধি : মৌলভীবাজারের শেরপুরে সিলেটগামী বাসের চাপায় কর্তব্যরত সিলেট রেঞ্জ পুলিশের এক সদস্য নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য রাকিব আলী রানার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার।

রোববার ভোর রাত ৪টার দিকে শেরপুর গোলচত্তরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সিলেটের বিশ্বনাথের পশ্চিম শ্বাসরাম গ্রামের আতাউর রহমান গুলজারের ছেলে কামরানুর রহমান ও অপরজন আনিস আহমেদ।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ও নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৪টার দিকে একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর পয়েন্টে ডিউটিরত পুলিশ পুলিশ সদস্যদের চাপা দেয়। এই ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হন ও অপর দুইজন আহত হন।

শেয়ার করুন