১৪ মে ২০২২
ডেস্ক রিপোর্ট : গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়ায় টিলা ধ্বসে নিহত অপুরুদ্র পাল ওরফে অপু পালের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বরাদ্দকৃত টাকা নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহায়তা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে শনিবার ভোরে সিলেটে ভারী বর্ষণ হয়। এতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিতে টিলা ধ্বসের ঘটনা ঘটে। এতে এনজিও আশার মাঠকর্মী অপুরুদ্র পাল (২৭) ঘরে ঘুমন্ত অবস্থায় টিলা ধসে মাটি চাপা পড়ে মারা যান।