১৭ মে ২০২২


একবছরের সাজা থেকে বাঁচতে একযুগ পলাতক

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামে এক বছরের সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি শাহাব উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাহাব উদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামের ইয়ান উদ্দিনের ছেলে। ২০১০ সালে একটি জিআর মামলায় হবিগঞ্জ আদালত থেকে তার বিরুদ্ধে এক বছরের কারাদণ্ডের আদেশ হয়েছিল।

সোমবার দিনগত রাতে জেলার মাধবপুর উপজেলার মৌজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মো. মমিনুল ইসলাম জানান, শাহাব উদ্দিনের বিরুদ্ধে ২০১০ সালে আদালত থেকে সাজার আদেশ হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন