২০ মে ২০২২


জকিগঞ্জে ভাঙলো তিন নদীর মোহনার ডাইক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : জকিগঞ্জে বারোঠাকুরী এলাকায় বরাক মোহনায় সুরমা-কুশিয়ারা উৎসস্থলের ডাইক ভেঙে গেছে। ডাইকটি ভেঙে প্রবল বেগে পানি ঢুকে প্লাবিত হচ্ছে উপজেলার বিস্তীর্ণ এলাকা।

বৃহস্পতিবার গভীর রাতে ডাইকটি স্রোতের তোড়ে ভেঙে গেছে, এমনটি জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বারোঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন মর্তুজা ডাইক ভাঙার খবর এলাকায় প্রচার করেন।

ডাইক ভাঙার সঙ্গে সঙ্গে বারোঠাকুরী, খাসিরচক, খাইরচক, বারোঘাট্টা, সোনাসার এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, ডাইক ভাঙার কারণে সুরমা-কুশিয়ারার তীরবর্তী জকিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, গোলাপগঞ্জ ফেঞ্চুগঞ্জ ও সিলেট শহরে বন্যার পানি বৃদ্ধি পাবে।

শেয়ার করুন