২৬ মে ২০২২


গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৫ কিলোমিটার সড়ক

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলায় ভয়াবহ বন্যায় কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ, বসতবাড়ি থেকে শুরু করে গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নে ১০৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে কাঁচা রাস্তা ৫০ কিলোমিটার ও পাকা রাস্তা ৫৫ কিলোমিটার। এতে ক্ষতি হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা।

ইতিমধ্যে দিনব্যাপী গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান ও উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধিগন বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন।

গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, সালুটিকর গোয়ানঘাট সড়ক সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সড়কের সর্বসাকুল্যে ১০ কিলোমিটারের মতো ক্ষতি নিরূপণ করা হয়েছে। এছাড়া রাধানগরে ৫ কিলোমিটার, গোয়াইনঘাট গাংকিনারী রাস্তার ৫ কিলোমিটার, পিরোজপুর সোনারহাট সড়কের ৫ কিলোমিটার, হাতিরপাড়া মানিকগঞ্জ ফতেপুর ও ডৌবাড়ি মিলে দুই কিলোমিটার, লাফনাউট আলীরগাঁও ২ কিলোমিটার, তোয়াকুল ইউনিয়নের কুরিখলা এক কিলোমিটার, পূর্ব জাফলং ইউপি নবম খন্ড ৩ কিলোমিটার, নন্দিরগাঁও আংগারজুর সাড়ে ৪ কিলোমিটার, মোহাম্মদপুর কালিনগর নলজুরি ৪ কিলোমিটার, গুরুকচি সিটিং বাড়ি পূর্ব পেকেরখাল ১ কিলোমিটার, তোয়াকুল থেকে খাগাইল হায়দরি বাজার ৩ কিলোমিটার, রাধানগর হাদারপার জিসি রোড সাড়ে তিন কিলোমিটার, আটহলাই নন্দীর হাওর ৫ কিলোমিটার, রাধানগর বাউরবাগ দুই কিলোমিটার, আংগারজুর মাদ্রাসা থেকে পিয়াইনগুল দুই কিলোমিটার, লামা সাতাইন কুরেরবাজার দুই কিলোমিটার লাকি উত্তর পাড়া রাস্তা দুই কিলোমিটার জাঙ্গাইল থেকে কুকরিপার রাস্তার এক কিলোমিটার সড়ক ব্যাপক ক্ষতির শিকার হয়েছে।

সড়ক, কালভার্ট ও সেতু ভেঙে প্রায় ৬৫ কোটি টাকার ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, অকালে আকস্মিক বন্যায় সেতু-কালভার্ট ও সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ক্ষতির পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করা হবে।

প্রকৌশলী বলেন, অকাল বন্যা সম্পর্কে আমাদের কোনো ধারনাই ছিল না। এরকম বহু পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শুক্রবার বিকাল হইতে দুর্গত এলাকাগুলো থেকে পানি নামতে থাকলে ক্ষতির পরিমাণ দৃশ্যমান হয়।

শেয়ার করুন