২৬ মে ২০২২


নগরীর ৮টি কেন্দ্রে হচ্ছে বিসিএস পরীক্ষা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর ৮টি কেন্দ্রে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে হবে ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেষ্ট পরীক্ষা। যেসব কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে- সিলেট এমসি কলেজ, সরকারি মহিলা কলেজ, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি আলিয়া মাদ্রাসা।

বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের হলরুমে ৪০ তম বিসিএস পরীক্ষা সুষ্ঠ এবং শান্তিপূর্ণ করার লক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ৮টি পরীক্ষা কেন্দ্রে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন ও পাশাপাশি ৮ জন অফিসার কাজ করবেন।

সভায় জেলা প্রশাসক মো.মজিবর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়ামিন আরা রুমার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য মো.শামীম আহসান।

সভায় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো.মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার সাদাত, সিনিয়র সহকারী কমিশনার মৌসুমি মান্নান, আফসানা তাসনিম, সহকারী কমিশনার জারিন তাসনিম তাসিন, ফাহমিদা সুলতানা, এন এম ইশফাকুল কবীর, ডিজিএফআই মুকুল, এনএসআই, সিলেট মেট্রোপলিটন পুলিশের সহাকারী কমিশনার মো: সেলিমুর রহমানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন