৭ জুন ২০২২


বৃষ্টি হলেই হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : বৃষ্টি হলেই হবিগঞ্জ শহরের বিভিন্ন অলিগলিতে হাঁটু পানি জমে যায়। এতে দুর্ভোগে পড়েন শহরে বসবাসরত হাজার হাজার মানুষ। বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা ও অপরিকল্পিতভাবে নালা নির্মাণের কারণেই বৃষ্টি হলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অল্প বৃষ্টিতেই শহরের শায়েস্তানগর পানি ভবন এলাকা, গণপূর্ত কোয়ার্টার, মোহনপুর, টাউন মডেল স্কুল, ফায়ার সার্ভিস স্টেশন, সিনেমা হল রোড, নিউ মুসলিম কোয়ার্টার, বিদ্যুত অফিস, শ্যামলী, পুরান মুন্সেফী, আহসানিয়া মিশন, চিড়া কান্দি শংকর মুখ চৌধুরীবাজারসহ বিভিন্ন এলাকায় পানি জমে লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। পানি নামতেও দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এতে ওই এলাকার ব্যবসায়ীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন।

আসছে বর্ষা মৌসুমে এ জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করবে বলে পৌরবাসী আশঙ্কা করছেন। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পুরো শহর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে বলে মনে করছেন তারা।

তবে পৌর কর্তৃপক্ষের দাবি, শহরবাসী যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে নালা ও জলাশয় ভরাট হয়ে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

জানা যায়, সোমবার সকাল বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যায় বৃষ্টিপাত। আর এতে করেই পানি উন্নয়ন বোর্ড সড়ক, শংকরের মূখ (চিড়াকান্দি সড়ক) ঘাটিয়া এলাকাসহ শহরজুড়ে বিভিন্ন পয়েন্টে পানি জমে যায় । এতে দুর্ভোগে পড়েন শহরবাসী। অনেকের বাসার ভেতরে পানি প্রবেশ করে নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান আসবাবপত্র।

সরজমিনে দেখা যায়, শায়েস্তানগর পানি ভবন ও চৌধুরীবাজারসহ বেশ কয়েকটি এলাকার লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন। অফিস আদালত, স্কুল-কলেজের কার্যক্রম ব্যহৃত হচ্ছে। অভিযোগ উঠেছে, শহরের খোয়াই নদী অবৈধ দখল ও ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে বাড়িঘর নির্মাণ করার ফলে পানি নিষ্কাষণের রাস্তা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনের ব্যবস্থা না থাকায় শহরের যশেরআব্দা এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এলাকার সাধারণ জনসাধারণ আছে চমর বিপাকে।

পানি নিষ্কাশন না হওয়ার কারণে অসংখ্য ঘরবাড়ি, স্কুলের ছাত্রছাত্রীসহ পথচারীদের মধ্যে চরম ভোগান্তি। ময়লা আবর্জনা পানিতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন রোগ জীবানুর সম্ভাবনা দেখা দিচ্ছে। ওই এলাকার অলিগলিতে জমা হয়ে পড়েছে ময়লা স্তূপ। অনেকদিন যাবত এলাকায় সংস্কারের চেষ্টা চালালেও এখন পর্যন্ত কোনো প্রতিফলন ঘটেনি। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি হস্তক্ষেপ করছে এলাকাবাসী। বিভিন্ন এলাকায় পানি থাকায় যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে।

কলেজ ছাত্র রাসেল মিয়া বলেন, হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিত্যদিনের সঙ্গী মার্কেটে যাওয়ার সময় সড়কে পানি জমে থাকার কারণে আসা যাওয়া বিলম্ব হচ্ছে। অনেকে আবার পানি পেরিয়ে অধিকাংশ দোকানপাটে যেতে চায় না। যারা বাজার করছেন তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় রিকশাচালক রহমান মিয়া জানান, বৃষ্টিরদিনে যাত্রী নেই, পানিবন্দি থাকায় ঘর থেকে বের হন না অনেকেই। তাই তেমন একটা রুজিও হয় না। তেমনি দুর্ঘটনার আশঙ্কা থাকে, এমনকি বৃষ্টির পানিতে রাস্তা দেখা যায় না, কখন জানি দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে আমারা একটি মাস্টার প্লেন গ্রহণ করতে যাচ্ছি। আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে।

হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম জানান, হবিগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন করতে আমরা কাজ করে যাচ্ছি। পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা করে এ সমস্যার সমাধান করা হবে।

শেয়ার করুন