৯ জুন ২০২২
নিজস্ব প্রতিবেদক : সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব, বিশ্বনবী হয়রত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননা ও আপত্তিকর মন্তব্যের ব্যতিক্রমী প্রতিবাদ করছে সিলেটের সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরস। বিশ্বনবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে এবং নবী (সাঃ) এর জীবনী সম্পর্কে সবাইকে জানাতে প্রতিষ্ঠানটি নিজেদের গ্রাহক এবং সুধীজনদের মাঝে বিশ্বনবী (সাঃ) জীবনীগ্রন্থ ‘সিরাতে খাতামুল আম্বিয়া’ বিতরণ করছেন।
বৃহষ্পতিবার থেকে এমন ব্যতিক্রমী প্রতিবাদ শুরু করেন শাহজালাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরস এর প্রোপাইটর মো. মোজাম্মেল হোসন রুবেল।
এই ব্যাতিক্রমী প্রতিবাদ সম্পর্কে জানতে চাইলে মো. মোজাম্মেল হোসেন রুবেল বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসালাম সকল মুমিনের কাছে তাদের প্রানের চেয়েও। তাই উনার অবমাননার প্রতিবাদ হবে এবং প্রতিবাদ করাও ঈমানের দাবী। এই প্রতিবাদ হবে সর্ব স্থরে, সেটা হতে পারে উনার আদর্শ পালন ও লালনের মাধ্যমে এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে। আমরা উনার আদর্শ ও জীবন সম্পর্কে ধর্ম বর্ন নির্বিশেষে সবাইকে জানাতে চাই।
তিনি বলেন বিশ্বনবী (সাঃ) সর্বকালের সর্বশেষ্ঠ মহামানব। তিনি শ্রেষ্ঠতম উত্তম চরিত্রের অধিকারী। যারা এই ধরনের অবমাননাকর বক্তব্য দিচ্ছেন এবং এসকল বক্তব্য সমর্থন করছেন তারা বিশ্বনবী (সাঃ) সম্পর্কে জানেন না। আমরা বিশ্বনবী (সাঃ) এএ জীবন ও কর্ম এবং উত্তম চরিত্রের বৈশিষ্ট সবার কাছে পৌঁছে দিতেই এই প্রতিবাদ কর্মসূচী শুরু করেছি। আমরা আগেও এরকম বিভিন্ন কর্মসূচি পালন করেছি এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।