১০ জুন ২০২২


শাবিতে ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনে স্নাতক প্রথম বর্ষের ক ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ক্যাম্পাসের ৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী।

শুক্রবার সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।

শাবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বলেন, গত ৩ ও ৪ মার্চ ঢাবির গ ও খ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে আছি। এতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশপাশের জায়গাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম কাজ করছে। তারা সবকিছু সার্বক্ষণিক নজরদারিতে রাখছে।

প্রসঙ্গত, গত শুক্রবার এবং শনিবার সকাল ১১টা থেকে শাবি ক্যাম্পাসে ঢাবির গ ও খ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে গ ইউনিটে ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৩০৮ জন অর্থাৎ ৯৭ শতাংশ। অনুপস্থিত ১১ জন অর্থাৎ ৩ শতাংশ। অন্যদিকে খ ইউনিটে ৯৩৯ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৯০৯ জন, অনুপস্থিত ৩০ জন পরীক্ষার্থী। এছাড়া আগামী শনিবার ঘ ইউনিটে ১ হাজার ১৬৭ জন এবং শুক্রবার চ-ইউনিটে ৭৫ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

শেয়ার করুন