১১ জুন ২০২২


সরানো হলো আগুনে পোড়া ট্রেন, রেল যোগাযোগ স্বাভাবিক

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শমসেরনগর উপজেলায় পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনার চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে দুপুর ১টায় শমসেরনগর বিমানবন্দরের কাছে ট্রেনের বগিতে আগুন লাগে। এরপর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করে। তারা একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর তৌফিকুল আজিম।

শমসেরনগর স্টেশনের স্টেশন মাস্টার জালাল উদ্দিন বলেন, বিকাল পৌনে ৫টার দিকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরানোর পর যোগাযোগ স্বাভাবিক হয়।

ট্রাফিক ইন্সপেক্টর তৌফিকুল আজিম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবীরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন