১৭ জুন ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি : পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় সুনামগঞ্জের সাথে সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, ‘বন্যার পানিতে সুনামগঞ্জ- সিলেট সড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-দিঘলী এলাকা প্লাবিত হয়ে পড়েছে। সেখান দিয়ে কোন দূরপাল্লার গাড়ি আপাতত যেতে পারবে না। শুধু ছোট যানবাহন মোটর সাইকেল চলতে পারবে, তবে বড় কোন গাড়ি যাওয়া যাবে না।’
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.জহুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জের বৃষ্টি আর উজানের বৃষ্টিপাত দুটোই সুনামগঞ্জের পরিস্থিতি খারাপ করে দিচ্ছে। সুরমা নদীর পানি এখন বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এতে বন্যা আরও বাড়তে পারে। ফলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।