২৭ জুন ২০২২
ওসমানীনগর প্রতিনিধি : বন্যার কারনে ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা বিভাগের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্বাচন কমিশনের নির্দেশনা ইতিমধ্যে সরকারের বিভিন্ন দফতরকে পাঠানো হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়- বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারিসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্বাচন অফিসসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
ওসমানীনগর উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নি অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ দুলাল উপজেলা র্নিাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।