১৫ জুলাই ২০২২


নগরে জুয়ার আসর থেকে ১৪ জুয়ারী গ্রেফতার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগরের উপকণ্ঠে চা বাগান এলাকায় জুয়ার আসর থেকে ১৪ জন জুয়ারীকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশে।

বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে কারাগারে সোপার্দ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, পৃথক অভিযানে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন- বরিশাল সদরের মশাল থানার সিকান্দার খানের ছেলে বর্তমানে লাক্কাতুড়া চা বাগান মুসলিম মহল্লার বাসিন্দা সুজন খান (৩৪), সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মুমিনছড়া চা বাগানের সেলিম মিয়ার ছেলে বর্তমানে মুসলিম মহল্লার বাসিন্দা মো. জাহিদ, লাক্কাতুড়া চা বাগানের সো. সামসুদ্দিন শেখের ছেলে মো. শামীম শেখ (৩৪), মুসলিম মহল্লার আব্দুল মালেকের ছেলে নাইম আহমদ(৩০), মৌলভীবাজারের বড়লেখা রাধানগরের আছগর আলীর ছেলে ও লাক্কাতুরা চা বাগানের বাসিন্দা আনোয়ার হোসেন (৩৯), বর্তমানে লাক্কাতুরার বাসিন্দা নগরের পুরাতন কেতলীপাড়া পুরাতন মেডিক্যাল কলোনির আব্দুল মালিকের ছেলে মো. মোস্তাফিজ (৩৩), লাক্কাতুরা চা বাগানের আব্দুল খালেকের ছেলে মো. মুন্না মিয়া (২৯)। তাদের নামে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে।

পৃথক অভিযানে নগরের শাহী ঈদগাহের পার্শ্ববর্তী দলদলি চা বাগান থেকে আরও ৭ জনকে জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- সিলেটের দলদলি চা বাগানের মন্টু দাসের ছেলে রাজু দাস (২৮), একই এলাকার মৃত নীলকণ্ঠ দাসের ছেলে নারায়ণ দাস (৬০), নগরের ৫ নম্বর ওয়ার্ডের কলবাখানি এলাকার পরোয়ানাভুক্ত আসামি সিরাজুল ইসলামের ছেলে ফয়সাল বিল্লাহ (৪৩), কলবাখানি ২২/২ বাসার আব্দুল আব্দুল গাফফার চৌধুরীর ছেলে মো. জুলফিকার আলী চৌধুরী (৩৭), সুনামগঞ্জের দিরাই উপজেলার টুক দিরাই গ্রামের মৃত আছদ্দর উল্লাহর ছেলে বর্তমানে শহরের সামছুদ্দিন আহমদ (৩৯), মৌলভীবাজারের কুলাউড়া ভুঁইগাঁওয়ের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে আব্দুল মুনির কয়েস (৫০), সিলেটের ফেঞ্চুগঞ্জের ছত্তিশ গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে বাসিন্দা খালিদ মিয়া (৪৬)।

শেয়ার করুন