নগরবাসীকে সচেতন থেকে প্রতিবাদ জারি রাখার থাকার আহবান মিফতাহ্ সিদ্দিকীর
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:২৭

নগরবাসীকে সচেতন থেকে প্রতিবাদ জারি রাখার থাকার আহবান মিফতাহ্ সিদ্দিকীর

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ০৭:১৯:৩৪

নগরবাসীকে সচেতন থেকে প্রতিবাদ জারি রাখার থাকার আহবান মিফতাহ্ সিদ্দিকীর


ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে কোন প্রকার বিশৃঙ্খলা না করে শৃঙ্খলা রক্ষা করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের প্রতিবাদ ইসরাইলি বর্বতার বিরুদ্ধে, মানব সভ্যতা বিনষ্টকারী নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে। আমাদের সুস্পষ্ট অবস্থান যুদ্ধের বিরুদ্ধে, গাজা রাফা সহ সমগ্র প্যালাস্টাইন জুড়ে মুসলিম নিধনের পৈশাচিকতার বিরুদ্ধে। আমরা মানবতার পক্ষে, শান্তি ও শৃঙ্খলার পক্ষে। আমরা কোন যুদ্ধ বা বিশৃঙ্খলা চাই না। আমরা সর্বত্র শান্তি চাই।

তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী ইসরায়েলের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের সুযোগ নিয়ে ইসরায়েলি পণ্য বিক্রির দায়ে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সিলেটের তথা দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাচ্ছে, এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারাই সুযোগ নিয়ে সিলেটের শান্তিপূর্ণ পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে যেকোন মুল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানাই। পাশাপাশি নগরবাসীকেও সচেতন থাকার আহবান জানাই। সর্বপোরী আন্দোলনকারী সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর