ব্রাহ্মণবাড়িয়া মাদক মামলায় শাকিলুর রহমান (২৫) নামে তিন বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী সুন্দরপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিলুর আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র।
পুলিশ জানায়, মোঃ শাকিলুর রহমান(২৫) দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে চুনারুঘাট সহ দেশের বিভিন্ন স্থানে মাদক সহ একাধিক অভিযোগ রয়েছে । ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একটি মামলায় তাকে ৩ বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত হয়ে মোঃ শাকিলুর রহমান দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি একজন চিহ্নিত মাদক কারবারি। মাদকের মামলায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড সহ দুই হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।
আজকের সিলেট/এসএম/জেকেএস