রাজনগরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত, আটক ২
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৭

রাজনগরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত, আটক ২

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৪ ০২:৪৯:২১

রাজনগরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত, আটক ২


মৌলভীবাজারে পাওনা টাকা নিয়ে হওয়া দ্বন্দ্বে ছুরিকাঘাতে সোয়াব আলী (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহত সোয়াব আলীর বাড়ি উপজেলার মুন্সিবাজারের গয়াসনগরে। এ ঘটনার পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে রাজনগর উপজেলার উত্তর মুন্সিবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, পাওনা টাকা নিয়ে সিএনজিচালক সোয়াব আলীর সঙ্গে কাছিম ও কোহিনুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাছিম ও কোহিনুর উত্তেজিত হয়ে সোয়াব আলীকে ছুরিকাঘাত করলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত কাছিম ও কোহিনুরকে আটক করেছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর