ক্রীড়াঙ্গন এখন ক্রিকেটমুখর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হতে না হতেই বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তর্জাতিক লড়াইয়ে নামতে হচ্ছে। আজ সিলেটে শুরু হল টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে ফিরছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিকরা।
তিন ম্যাচের এই সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতিতে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে সে যাত্রা শুরু হয়েছে শ্রীলংকার। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করছেন, বিপিএলের পরই টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ায় ক্রিকেটারদের জন্য ভালো হয়েছে।
টি-টোয়েন্টি সিরিজের সকল প্রস্তুতি শেষ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সর্বনিম্ন ২০০ টাকা, সর্বোচ্চ ১৫০০ টাকায় টিকিট কিনতে পরবেন দর্শকর। তবে প্রতিবারের মতো এবার টিকিট নিয়ে তেমন আগ্রহ নেই সিলেটের দর্শকদের। কাউন্টার গুলো একেবারে খালি। মাইকেং করেও দর্শক আনা যাচ্ছে না কাউন্টারে।
সিলেটে সন্ধ্যা ৬ টায় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সোমবার সকাল থেকেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কাউন্টারে দর্শকদের কোন ভির ছিলনা। বেলা বাড়ার সাথে সাথে দর্শক বাড়ার আশা করা হলেও দুপুর আড়াইটা পর্যন্ত কাউন্টার একেবারে খালি দেখা যায়।
জেলা স্টেডিয়ামের টিকিট বিক্রেতা জানান, সিলেটে খেলা হলে প্রতিবার টিকিট কিনতে ভিড় লাগে। কিন্তু এবার দর্শকদের আগ্রহ নাই কেনও বুঝতে পারছি না। আমাদের ধারণা কাল সবাই খেলা দেখার আগে টিকেট কিনে মাঠে ঢুকবে। তবে অনেকেই বলছেন প্রচার প্রচারণা না থাকায় সিলেটের অনেকেই খেলার কথা জানেন না। তাই দর্শক কম আসছেন।
আজকের সিলেট/পিএ