নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় জুয়ার আসর থেকে জুয়া খেলার সামগ্রীসহ ৭ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের মিঠাইন থানার শামপুর এলাকার মৃত আব্দুল করিমের পুত্র ইমাম হোসেন (৪৮), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ থানার দুলারবাজারের সোনা মিয়ার পুত্র হাসিম মিয়া (৩৩), এসএমপির মোগলাবাজার থানার শ্রীরামপুরের গরিব উল্লাহর পুত্র আতাউর রহমান (৩০), গোলাপগঞ্জ থানার রায়নগরের ফয়েজ উদ্দিনের পুত্র আল আমিন (৩১), সুনামগঞ্জের শাল্লা থানার নতুন হাটি, বাহাড়ার এলাকার মৃত অনিল রায়ের পুত্র রিংকু রায় (২২), হবিগঞ্জের পুকড়া, বালিখানের মৃত মনি রায়ের পুত্র লিটন রায় (৪৮), নগরীর কালিঘাটের ছড়ারপাড় লায়েক মিয়ার পুত্র বাপন আহমেদ (৩২)।
সোমবার বিকেল চারটার দিকে দক্ষিণ সুরমার চাদনীঘাট এলাকার হোটেল মারজান এর সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বিকেল চারটার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার চাদনীঘাট এলাকার হোটেল মারজান এর সামনে থেকে তাদের আটক করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি