শীতকালে চুল পড়বে না
শীতের প্রকোপ বেড়েছে। এ ঋতুতে চুল পড়া বেড়ে যায় আপনাতেই। অনেকেই দুশ্চিন্তায় পড়েন। তবে এটি সত্য যে শীতকালে অনেক বেশি চুল পড়ে, কারণ বাইরের শুষ্ক বাতাস, ধুলাবালি ইত্যাদি।
এ ছাড়া শীতকালে অনেকেই শীতে গোসল সারেন গরম পানিতে। মাথার ত্বকে অতিরিক্ত গরম পানি ঢালা হলে চুল পড়ে অনেক বেশি। তাই এ ঋতুতে চুল পড়া কমাতে যা করতে পারেন-
অনেকেই ঠাণ্ডা পানিতে গোসল করতে পারেন না। তাই গরম পানি ব্যবহার করেন।
কিন্তু খেয়াল রাখুন, গোসলের পানি যাতে খুব বেশি গরম না হয়। শুধু তাই-ই নয়, শরীরে কুসুম গরম পানি ঢাললেও মাথায় ঠাণ্ডা পানি ঢালার চেষ্টা করুন। খুব গরম পানি দিয়ে গোসল না করে, হালকা গরম পানি দিয়ে করুন।
কার্লিং আয়রন, স্টেইটনার বা ব্লো ড্রায়ার ব্যবহার যতটা কম ব্যবহার করা যায় ততই ভালো।
এতে চুল পড়া কিছুটা হলেও কমানো যাবে।
ঘুমানোর আগে, গোসলের আগে এবং তেল দেওয়ার আগে চুল আঁচড়ে নিলে চুল কম পড়ে।
যেহেতু শীতে ত্বক শুষ্ক হয়ে পড়ে, তাই এ সময় মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা ভালো। এতে চুল পড়া কিছুটা হলেও কমে।
আজকের সিলেট/মিমো