চাকরি মেলায় প্রার্থীর ভিড়।
বিভিন্ন ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার (সাধারণ/ক্যাশ/টেলর/আরসি) পদে মোট তিন হাজার ৪৭২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে নেওয়া হবে এক হাজার ৫৯৭ জন অফিসার (সাধারণ)। আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি পাবেন ৯৭৪ সিনিয়র অফিসার (সাধারণ)। পাঁচটি ব্যাংকে অফিসার (ক্যাশ) বা অফিসার (টেলর) পদ ৭৮৭ এবং জনতা ব্যাংকে অফিসার–রুরাল ক্রেডিট (আরসি) পদে ১১৪ জন নিয়োগ দেওয়া হবে
♦ সমন্বিত ৯ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান
পদের নাম : সিনিয়র অফিসার (জেনারেল)-৯৭৪টি পদ।
জব আইডি : ১০২০১।
আবেদনের শেষ তারিখ : ২২ জানুয়ারি ২০২৪।
আবেদনের লিংক : https://erecruitment.bb.org.bd
♦ সমন্বিত ৯ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান
পদের নাম : অফিসার (জেনারেল) - ১,৫৯৭টি পদ।
জব আইডি : ১০২০২।
আবেদনের শেষ তারিখ : ২০ জানুয়ারি ২০২৪।
আবেদনের লিংক : https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
♦ সমন্বিত ৫ ব্যাংক
পদের নাম : অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর) - ৭৮৭টি পদ।
জব আইডি : ১০২০৩।
আবেদনের শেষ তারিখ : ২০ জানুয়ারি ২০২৪।
আবেদনের লিংক : https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
♦ জনতা ব্যাংক পিএলসি
পদের নাম : অফিসার (রুরাল ক্রেডিট) - ১১৪টি পদ।
আবেদনের শেষ তারিখ : ২৬ জানুয়ারি ২০২৪।
আবেদনের লিংক : https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
♦ বাংলাদেশ ব্যাংক
পদের নাম : সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার-সিভিল), সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল) ও সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার-মেকানিক্যাল)।
আবেদনের শেষ তারিখ : ১৩ জানুয়ারি ২০২৪।
আবেদনের লিংক : https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
♦ বাংলাদেশ ব্যাংক
পদের নাম : সহকারী পরিচালক (আইসিটি) - ৪৮টি।
আবেদনের শেষ তারিখ : ১৩ জানুয়ারি ২০২৪।
অনলাইনে আবেদন : https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
সামরিক বাহিনী
♦ বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম : সৈনিক।
আবেদনের শেষ তারিখ : ১০ জানুয়ারি ২০২৪ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪।
আবেদনের লিংক : http://army.teletalk.com.bd
♦ বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম : কমিশন্ড অফিসার।
আবেদনের শেষ তারিখ : ১০ জানুয়ারি ২০২৪।
আবেদনের লিংক : https://joinnavyofficer.org
♦ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২
পদের নাম : মিটার রিডার কাম-মেসেঞ্জার (চুক্তিভিত্তিক)।
আবেদনের শেষ তারিখ : ৭ জানুয়ারি ২০২৪।
বিস্তারিত : https://pbs2.sylhet.gov.bd
অন্যান্য প্রতিষ্ঠান
♦ বাংলাদেশ পর্যটন করপোরেশন
পদের সংখ্যা: ৬ ধরনের পদ।
আবেদনের শেষ তারিখ : ৯ ফেব্রুয়ারি ২০২৪।
অনলাইনে আবেদন : http://parjatan.teletalk.com.bd
♦ সাধারণ বীমা করপোরেশন
পদের সংখ্যা : ৩ ধরনের পদ।
আবেদনের শেষ তারিখ : ৩০ জানুয়ারি ২০২৪।
বিস্তারিত : https://sbc.gov.bd
♦ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ
পদের সংখ্যা : ৭ ধরনের পদ।
আবেদনের শেষ তারিখ: ২৫ জানুয়ারি ২০২৪।
আবেদনের লিংক : http://nsda.teletalk.com.bd
♦ বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট
আবেদনের শেষ তারিখ : ২৪ জানুয়ারি ২০২৪।
আবেদন ফরম : https://bori.gov.bd
♦ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কম্পানি বাংলাদেশ লিমিটেড
পদের সংখ্যা : ১৩ ধরনের পদ।
আবেদনের শেষ তারিখ : ২৩ জানুয়ারি ২০২৪।
আবেদনের লিংক : http://npcbl.teletalk.com.bd/npcbl2023
♦ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
পদের সংখ্যা : ২ ধরনের পদ।
আবেদনের শেষ তারিখ : ২১ জানুয়ারি ২০২৪।
আবেদনের লিংক : http://cid.teletalk.com.bd
♦ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কম্পানি পিএলসি
পদের সংখ্যা : ৬ ক্যাটাগরির পদ।
আবেদনের শেষ তারিখ : ১৫ জানুয়ারি ২০২৪।
অনলাইনে আবেদন : https://career.nesco.gov.bd
♦ বিমান বাংলাদেশ এয়ারলাইনস
পদের সংখ্যা : ৪ ক্যাটাগরিতে ২৩১টি পদ।
আবেদনের শেষ তারিখ : ১২ জানুয়ারি ২০২৪।
আবেদনের লিংক : http://bbal.teletalk.com.bd
♦ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
পদের নাম : সহকারী প্রকৌশলী।
আবেদনের শেষ তারিখ : ৯ জানুয়ারি ২০২৪।
আবেদনের লিংক : http://bpdb.teletalk.com.bd
♦ বাংলাদেশ নির্বাচন কমিশন
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর - ৪৬৮টি পদ (শুধু পিটিশনাররা আবেদন করতে পারবেন)।
আবেদনের শেষ তারিখ : ৯ জানুয়ারি ২০২৪।
আবেদনের লিংক :
আজকের সিলেট/মিমো