৬৯ বছরের সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সারাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম প্রধান শিক্ষালয় সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে পুণর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউট এর ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থী ও ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সিলেট শাখার সভাপতি মাহমুদুর রশীদ মশরুর'র সভাপতিত্বে ও সংস্কৃতি ও গণমাধ্যমকর্মী সন্দীপন শুভ এবং ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম হৃদয় এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আঞ্চলিক পরিচালক ও সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের একাডেমিক ইনচার্জ ও পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী ইকবাল চৌধুরী , প্রাক্তন শিক্ষক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী কামরুল ইসলাম , ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নজরুল হোসেন এবং শাহ সিমেন্ট সিলেট রিজিয়নের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ সাইফুল্লাহ।