গোয়াইনঘাটে শ্রমিকদলের পরিচিতি সভা
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৬

গোয়াইনঘাটে শ্রমিকদলের পরিচিতি সভা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ০১:১২:৫০

গোয়াইনঘাটে শ্রমিকদলের পরিচিতি সভা


গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের নতুন কমিটির পরিচিত ও জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার জাফলং মামার বাজারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল।

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা  আমজাদ বকস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মাসুদ রানা, বিএনপি নেতা  আব্দুর রাজ্জাক উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আমির হুসেন, সহ-সভাপতি শাজাহান,আব্দুল কুদ্দুস,মহরম আলী,যুগ্ম সাধারন সম্পাদক সাইদুজ্জামান,ইয়াসিন আলী, হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, নুর মিয়া,দপ্তর সম্পাদক  রমজান আলী, এবং গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের নতুন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা এবং নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।

সভায় প্রথম পর্বে নতুন কমিটির সকল নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দ্বিতীয় পর্বে সভাপতি আবদুল জলিল এর পক্ষথেকে-সাধারণ সম্পাদক আব্দুস সালাম গোয়াইনঘাট উপজেলা কমিটির আওতাধীন সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং আগামী ৩ মাসের মধ্যে পুনরায় কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আজকের সিলেট/প্রেবি/এসটি

সিলেটজুড়ে


মহানগর