জাফলংয়ে ১০ ছাত্রদল নেতা বহিষ্কার
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:১৪

উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশগ্রহন

জাফলংয়ে ১০ ছাত্রদল নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ১২:২১:৫৮

জাফলংয়ে ১০ ছাত্রদল নেতা বহিষ্কার


চলমান উপজেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলা পরিষদের প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেয়ায় উপজেলার পূর্ব জাফলং, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ ১০ নেতাকে সাময়ীক বহিষ্কার করেছে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল

শনিবার রাতে উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমদ ও সদস্য সচিব মমিনুল হক স্বাক্ষরিত পৃথক পৃথক পত্রে এই বহিষ্কার করা হয়। পাশাপাশি কেন স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে না তা জানতে চেয়ে তিন দিনের মধ্য জবাব দিতে বলা হয়েছে।

পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন দেওয়ান, সিনিয়র সহ সভাপতি সুমন সিকদার, সহ সভাপতি রুবেল আহমদ, যুগ্ন সম্পাদক সজিব আহমদ, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ সুজন, সাংগঠনিক সম্পাদক উসমান আলী, সহ সাংগঠনিক সম্পাদক নাঈম আহমদ, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার হোসেন রাহেল, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আরিফ হোসেন, পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আলিম উদ্দিন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর