নগরীর মানিকপীর কবরস্থানে দুপুরে আবুল হাসান সাবিল (২৬) নামের এক যুবকে ছুরিকাঘাতে খুনের চার ঘন্টা পর সহকর্মীকে শাহীনকে (১৮) আটক করেছে পুলিশ।
নিহত আবুল হাসান সাবিল জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে। সাবিল মহানগরের সাপ্লাই এলাকায় বসবাস করতেন।
বৃহস্পতিবার বিকালে মহানগরের সাপ্লাই এলাকা থেকে শাহীনকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাঠাও কুরিয়ারে কাজ করা আবুল হাসান সাবিলের সাথে মাঝে মধ্যে ডেলিভারিতে সাহায্য করতো শাহীন। বৃহস্পতিবার সাবিলের কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানালে সাবিল, সাবিল টাকা না দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় শাহীন।
দুপুরে মানিকপীর কবরস্থানের থেকে সাবিলের মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহের পাশে পাঠাও কুরিয়ারের কিছু সামগ্রী, কুরিয়ার কাজে ব্যবহার করা বাইসাইকেল ও তার মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। এর ঠিক চার ঘণ্টার মাথায় অভিযান পরিচালনা করে বিকালে মহানগরের সাপ্লাই এলাকা থেকে শাহীনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আজকের সিলেট/ডি/এপি