নগরীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১) ও সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী।
মঙ্গরবার দিনভর নগরীর ছড়ারপার, মাছিমপুর ও কামালগড় এলাকার বন্যা পরিস্তিতি পরিদর্শন করেন।
এসময় কয়েস লোদী বলেন, জলাবদ্ধতা এখন নগরবাসীর নিত্যদুর্ভোগে পরিণত হয়েছে। মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে বানবাসী মানুষ অতিকষ্টে রয়েছে। তাই একে অপরকে দোষারোপ না করে অভিলম্বে সুরমা নদী খনন, নগরীর ছড়াখাল উদ্ধার করে জলাবদ্দতা থেকে নগরবাসীকে মুক্তি দিতে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে।
আজকের সিলেট/ডি/এসটি