হামলার প্রতিবাদে নগরে মশাল মিছিল
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬

কোটা সংস্কার আন্দোলন

হামলার প্রতিবাদে নগরে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ১১:২৮:৫৫

হামলার প্রতিবাদে নগরে মশাল মিছিল


সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে  সিলেটে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় সাতটার দিকে মশাল মিছিলটি নগরের চৌহাট্টা এলাকা থেকে বন্দরবাজার গিয়ে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, সহ বিভিন্ন স্লোগান দেন।

এসময় মশাল মিছিলে শিক্ষার্থীরা নানা শ্লোগান দেন। পরে বন্দরবাজারে গিয়ে মশাল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যান মিছিলকারীরা। এসময় আগুন দেখে পথচারীরা আতঙ্কিত হতে দেখা গেছে।

আজকের সিলেট/বার্তা/কে.আর

সিলেটজুড়ে


মহানগর