ঘরছাড়া বিএনপি-জামায়াত নেতাকর্মীরা !
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:১০

ঘরছাড়া বিএনপি-জামায়াত নেতাকর্মীরা !

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৭/২০২৪ ১১:৪৬:১৯

ঘরছাড়া বিএনপি-জামায়াত নেতাকর্মীরা !


সুনামগঞ্জে কোটা সংস্কার আন্দোলন, সহিংসতা ও নাশকতার অভিযোগে এ পর্যন্ত জেলার বিভিন্ন থানায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের নামে ৫টি মামলা হয়েছে। মামলার পর থেকেই বিএনপির কার্যালয়ের সামনে সার্বক্ষণিক পুলিশের উপস্থিতি থাকায় বন্ধ হয়ে পড়েছে বিএনপির জেলা কার্যালয়।জেলার মতো বিভিন্ন উপজেলা কার্যালয়ও খুলছেন না দলের নেতাকর্মীরা। বাজার বা বাড়িতে নেতাকর্মীদের তেমন প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

জানা যায়, সুনামগঞ্জ সদর, ছাতক, জগন্নাথপুর, দিরাই ধর্মপাশাসহ পৃথক ৫ থানায় মামলা হয়েছে ৫টি। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনসহ ২৫০ জনকে এসব মামলায় আসামি করা হয়েছে। এর মধ্যে ১০০ জনের উপরে জামায়াতে ইসলামীর।

সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ, সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুস সাত্তার মামুন, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক তারেক আহমদ, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইব্রাহিম আলী, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি সুজাত হোসেন, সেক্রেটারি মমিনুর রহমান পীর শান্ত, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাঈম আহমেদসহ ২১ জনের নামোল্লেখ করে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সুনামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারিসহ এই পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে।

ছাতক থানায় জেলা বিএনপি’র সভাপতি কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনকে প্রধান আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি’র পুরাতন বাসস্টেশনের কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে অফিস তালাবদ্ধ। পাশে পুলিশ বসা।

সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর শওকত বলেন, আমরা কেউ-ই বাসাবাড়িতে থাকতে পারছি না। গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে নামতে পারছে না মানুষ। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল জানান, সুনামগঞ্জে আমরাও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়নি। এরপরও নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছে না।

সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন জানান, ছাতক থানার মামলায় তিনি এক নম্বর আসামি। নাশকতার কোনো ঘটনায় কোথাও বিএনপির কর্মীরা জড়িত নয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি অমানবিক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস বলেন, পাঁচ মামলার আসামিসহ নাশকতার সঙ্গে যুক্ত যারা তাদেরকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর