২৭ দিনে রেমিট্যান্স এলো ১৫৬ কোটি ডলার
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:৩০

২৭ দিনে রেমিট্যান্স এলো ১৫৬ কোটি ডলার

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ১১:০৬:৫৩

২৭ দিনে রেমিট্যান্স এলো ১৫৬ কোটি ডলার


চলতি জুলাই মাসের প্রথম ২৭ দিনে (১ থেকে ২৭ জুলাই) দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাই মাসের প্রথম ২৭ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১২৪ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৮ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম ২৭ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪০ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ২৯ লাখ ডলার। এরপর রূপালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসে (জুন) প্রবাসীরা ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার পাঠিয়েছেন। আর চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার এবং মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর