সুবিধবাজারে পুলিশের ধাওয়ায় ৩০ শিক্ষার্থী আহত
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮

মার্চ ফর জাস্টিস

সুবিধবাজারে পুলিশের ধাওয়ায় ৩০ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৪:৪৭:১০

সুবিধবাজারে পুলিশের ধাওয়ায় ৩০ শিক্ষার্থী আহত


সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’র মিছিল চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার দুপুরে নগরের মিরের ময়দান ও সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে ছাত্ররা বিচ্ছিন্ন হয়ে ছুটাছুটি করে অলিগলিতে ঢুকে পড়ে।

জানা যায়, কোটা ইস্যুতে শিক্ষার্থীদের বুধবারের কর্মসূচি ছিল ‘মার্চ ফর জাস্টিস’। কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট থেকে শিক্ষার্থীরা হেঁটে মিছিল নিয়ে মহানগরের বন্দরবাজারের দিকে রওয়ানা হয়। পথিমধ্যে সুবিদবাজার এলাকায় এলে তাদের পুলিশ ব্যারিকেট দেয়। শিক্ষার্থীরা তখন ব্যারিকেটটি ভেঙে বন্দরবাজার যেতে চাইলে পুলিশ ফের বাধা দেয়। একপর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং বন্দরবাজার আসতে পারেনি।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, শিক্ষার্থীদের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল, ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর