সুনামগঞ্জের মধ্যনগর থানার বিশেষ অভিযানে ১১৫ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন- কাইতকান্দা গ্রামের সৈচরণ দাসের ছেলে মতিন্দ্র দাস(৪৫) ও মৃত কমল দাসের ছেলে শংকর দাস(৩২)।
শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, মধ্যনগর থানাধীন চামরদানী ইউপির কায়েতকান্দা সুমেশ্বরীনদী পিছগাঙ্গে অভিযানে মেঘডুলস ৭৫০মিলি ৩৩বোল, ৩৭৫ মিলি ২৪ বোতল, ৭৫০মিলি ১২ বোতল অফিসার চয়েজ এবং ৩৭৫ মিলি ৪৬বোতল মদসহ সর্বমোট ১১৫ বোতল ভারতীয় মদ এবং একটি ইন্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
মধ্যনগর থানার ওসি মোঃ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
আজকের সিলেট/ডি/এসটি