হত্যাকাণ্ডে বিচার, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং আটক শিক্ষার্থীদের মুক্তিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ৯ দফা দাবিতে সারা দেশের ন্যায় সিলেট মহানগরীরও চোহাট্রাস্থ শহিদ মিনার প্রাঙ্গনে অবরোধ করে বিক্ষোভ করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শিক্ষার্থীরা।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চোহাট্রা শহিদ মিনার প্রাঙ্গনে সামনে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বেলা সাড়ে ১১ টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হতে থাকে। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে তারা চোহাট্রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক জানান, আমাদের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছেন। আমাদের সাথে বিক্ষিপ্তভাবে আরও শিক্ষার্থীরা এসে যোগ দেবেন। ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা মাঠে আসছি চোহাট্রা সড়কে শিক্ষার্থীদের অবরোধ।
আজকের সিলেট/ডি/এপি