সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক প্যানেল মেয়র (১) ও মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, এই দেশ আমাদের সকলের। হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান-আদিবাসী, মুসলমান, এই দেশ সবার। বিএনপির নেতাকর্মী সহ হাজারো ছাত্রজনতার রক্তে বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে অটুট রাখতে হবে।
বুধবার দিনভর নগরীর বিভিন্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য মাইকিংকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কিছু দুষ্কৃতিকারী আমাদের বিজয়কে ভিন্ন দিকে প্রবাহিত করতে নগরীর কিছু কিছু এলাকায় বিশৃঙ্খলা করেছে। এদের সাথে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোন সম্পৃক্ততা নেই। প্রতিটি পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন। যদি কোন দূর্বিত্ত বিশৃঙ্খলা করতে চায় তাকে প্রতিহত করুন, আইনের হাতে তুলে দিন। দেশপ্রেমিক সেনাবাহিনীকে সহযোগিতা করুন।
আজকের সিলেট/ডি/এসটি