সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মকসুদ নিহত, আজকের সিলেট এর শোক প্রকাশ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬

সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মকসুদ নিহত, আজকের সিলেট এর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৮/২০২৪ ১১:৪০:৩১

সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মকসুদ নিহত, আজকের সিলেট এর শোক প্রকাশ


মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গভীর রাতে  এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস'র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ‌। জানা যায়, রাস্তায় কুকুরকে রক্ষা করতে গিয়ে ডিভাইডারে সঙ্গে মারাত্মক ধাক্কা লেগে তাঁর প্রাণহানি ঘটে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় সিলেট নগরীর পাঠানটুলা জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ এলাকায় সিলেট-সুনামগন্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর বড় ছেলে।

জানা গেছে, মকসুদ আহমদ শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় একটি কুকুরকে রক্ষা করতে গিয়ে রাস্তার ডিভাইডারের সাথে মোটর বাইকের ধাক্কা লাগে। আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের ছোট ভাই জাবের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মকসুদ আহমদ মকসুদ এর জানাজার নামাজ আজ শুক্রবার দুপুর আড়াইটায় তাঁর নিজ গ্রামের (মইয়ারচর) কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

আজকের সিলেট এর শোক প্রকাশ

বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস'র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ‌'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকম এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, বার্তা সম্পাদক খলিলুর রহমান, সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ। 

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর