সিলেট জেলা প্রেসক্লাব সদস্য সাদিকুর রহমান সাকী ও ওলিউর রহমানসহ সাংবাদিকদের হয়রানিমূলকভাবে মামলায় জড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। ক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল এক বিবৃতিতে এ নিন্দা জানান। পাশাপাশি এ ঘটনায় উদ্বেগও প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মনে করেন, পেশাদার সাংবাদিকদের উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানোর ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রতিটি ন্যায্য আন্দোলন-সংগ্রামে সাংবাদিকরা গুরত্বপূর্ণ ভ‚মিকা রেখে আসছেন। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকরা সব সময়ই সোচ্চার রয়েছেন। সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন সাংবাদিকরা। পেশাদারি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক হতাহতও হয়েছেন। সাংবাদিকরাও চান হত্যা-নিযার্তন-নিপীড়নের সাথে যারা জড়িত রয়েছে তাদের যথাযথ শাস্তি নিশ্চিত হোক। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও সংঘর্ষের প্রেক্ষাপটে দায়ের হওয়া বিভিন্ন মামলায় হয়রানিমূলকভাবে সাংবাদিকদেরও জড়ানো হচ্ছে। যা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে বলে মনে করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
আজকের সিলেট/বিজ্ঞপ্তি/মিমো