মধ্যনগরে শিক্ষকের পদত্যাগ ও সাময়িক বরখাস্ত
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪

মধ্যনগরে শিক্ষকের পদত্যাগ ও সাময়িক বরখাস্ত

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৪ ০৩:৪৭:১২

মধ্যনগরে শিক্ষকের পদত্যাগ  ও সাময়িক বরখাস্ত


সুনামগঞ্জের মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককের পদত্যাগ ও এক শিক্ষক সাময়িক বরখাস্তের খবর পাওয়া গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃনুরুল ইসলামের সাথে কথা বলেলে তিনি জানান, গতবৃহস্পতিবার বিদ্যালয়ের শ্রেনীকক্ষের প্রয়োজনীয় উপকরণ স্থানান্তরিত করার সময়,সহকারী শিক্ষক শরীফ উদ্দিন ও তিতাস মাহমুদের মধ্যে জোড়ালো বাকবিতন্ডাতায় ঝগড়াঝাঁটি হয়।

রোববার সকালে শিক্ষকদের বাকবিন্ডতা নিয়ে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা পাঠদান বর্জন করেন। এবং বিল্ডিংয়ের তিন তালার একটি কক্ষে অবস্থান নেন শিক্ষার্থীরা। দাবী জানান প্রধান শিক্ষকের সাথে শিক্ষার্থীরা একান্তই আলোচনা করবেন।

পরক্ষণেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃনুরুল ইসলাম ছাত্রীদের কথা শুনতে তাদের কাছে যান। এসময় শিক্ষার্থীরা জানান, শিক্ষক আমাদের গুরুজন।শিক্ষা নিতে আমরা বিদ্যালয়ে আসি।এনিয়ে দুইবার তিতাস স্যার ও শরীফ স্যারের মধ্যে বাকবিতন্ডতা হয়েছে।এবং ঝগড়াঝাটি সবসময় তাদের লেগেই থাকে।আমারা এসব কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই।সেই সাথে বিচার ও আমাদের নিরাপত্তার দাবী করছি।

এসময় মধ্যনগর বৈষম্য বিরোধী ছাত্রনেতৃবৃন্ধ উপস্থিত হন ঐকক্ষে। শিক্ষার্থীদের সকল কথা শুনেন। এবং একাধিক অভিযোগ উঠে শিক্ষক শরীফ উদ্দিনের নামে। শেষে শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এসময় শিক্ষক শরীফ উদ্দীন পদত্যাগ পত্র জমা দেন।ও সহকারী শিক্ষক শামীম আহমেদকে দুই মাসের জন্য সামিয়ক বরখাস্ত করা হয়।

মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ নুরুল ইসলাম আরো জানান, এবিষয়ে  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির স্যারের সাথে কথা বলেছি। আগামী সেপ্টেম্বরের ৩ তারিখের পরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এসে ছাত্রীদের কথা শুনবেন।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর