আন্তর্জাতিক গুম দিবস উলক্ষে সিলেটে 'আমরা গুম পরিবার'র পক্ষ থেকে আগামী শুক্রবার বেলা ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মানববন্ধনে নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম. ইলিয়াস আলী, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও আনসার আলীর সন্ধান দাবিতে রাস্তায় দাঁড়াবেন গুম হওয়া পরিবারের সদস্যরা।
এতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের ছোটবোন ও সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাভাপতি তাহসিন শারমিন তামান্না অনুরোধ জানিয়েছেন।
আজকের সিলেট/ডি/এসটি