মেঘালয় থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা পান্নার লাশ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪

সিলেটের ডোনাসীমান্ত দিয়ে পালিয়ে ছিলেন

মেঘালয় থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা পান্নার লাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৮/২০২৪ ১২:২৬:৩৯

মেঘালয় থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা পান্নার লাশ


বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার লাশ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয়া রাজ্য পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার লাশ ফেরত পাঠানো হয়।

এর আগে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ইসহাকের লাশ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রাণালয়। নানা প্রক্রিয়া সমাপ্তি করে মেঘালয়া রাজ্য পুলিশ ইসহাকের লাশ তামাবিল পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহ হস্তান্তরের সময় নিহত ইসহাকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেরা ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় প্রাণ হারান ইসহাক। ২৬ আগস্ট ভারতের অভ্যন্তরে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মেঘালয়ার উমকিয়াং থানা পুলিশ।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর