দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬

দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দক্ষিণ সুরমা প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৪ ০৭:১২:৪১

দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


সিলেট মহানগরীর দক্ষিণ সরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহী। এসময় আহত হয়েছেন আরও একজন। নিহত ব্যক্তির নাম নিপেন্দ্র দাস (৬০)। তিনি বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা। আহত মিন্টু দাস একই গ্রামের বলে জানা গেছে। তারা উভয়ের দুলাভাই-শ্যালক।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ সরমার মোমিনখলা এলাকায় এ ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্র জানায়, নিপেন্দ্র দাস ও মিন্টু মোটরসাইকেল আরোহী ছিলেন। মোমিনখলা এলাকার সাউথ সুরমা সিএনজি এন্ড পেট্রোল ফিলিং স্টেশনের সামনে শ্যামলী বাস এসে ধাক্কা দেয় মোটরসাইকেলে। এতে ঘটনাস্থলেই মারা যান নিপেন্দ্র দাস। আহত হন মিন্টু দাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

বিষয়টি নিশ্চিত করার জন্য দক্ষিণ সুরমার থানা ওসিকে কল করলে কল ধরেন নি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর