লেখক,আইনজীবী কবি ও মাসিক শ্রী গৌরবাণী পত্রিকার সম্পাদক কিশোরী পদ দেব শ্যামলের স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭,জানুয়ারি) মৌলভীবাজার পৌর মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব কবিমঞ্চ আয়োজনে কবি ও শিক্ষাবিদ মায়া ওয়াহেদের সভাপতিত্বে ও পুলক কান্তি ধরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি ট্রেজারার বণমালী ভৌমিক, সুপ্রিম কোটের সিনিয়র আইনজীবী তবারক হোসেন লেখক,গবেষক মুজিবুর রহমান মুজিব, সিনিয়র আইনজীবী সুনীল কুমার দাস, ইন্টান্যাশনাল চৈতন্য স্টাডিজ জেলা সভাপতি রসময় সূত্রধর।
এতে আরও এতে আরও উপস্থিত ছিলেন নাট্যকার খালেদ চৌধুরী, শিক্ষানুরাগী নিরঞ্জন সাহা নীরু আলোচনা করেন এডভোকেট বিশ্বজিৎ ঘোষ, সাংবাদিক বকসি ইকবাল আহমদ, এডভোকেট মাহবুবুল আলম রুহেল, এডভোকেট নিত্য গোপাল গোস্বামী, শিব প্রসন্ন ভট্টাচার্য, লেখক অমলেন্দু দাশ মিলন,এড. বিষ্ণু পদ ধর,মামুনুর রশীদ চৌধুরী,
আলোচকগন কিশোরী পদ দেব শ্যামলের জীবনের বিভিন্নদিক নিয়ে আলোচনা করেন।
সভার শুরুতেই কিশোরী পদ দেব শ্যামলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আজকের সিলেট/২৮ জানুয়ারি/এএম/জেকেএস