একযুগ পরে দেশে ফিরে এয়ারপোর্ট থেকে নিখোঁজ প্রবাসী
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩

একযুগ পরে দেশে ফিরে এয়ারপোর্ট থেকে নিখোঁজ প্রবাসী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০৭:২৬:০৫

 একযুগ পরে দেশে ফিরে এয়ারপোর্ট থেকে নিখোঁজ প্রবাসী


একযুগ পরে দেশে ফিরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের মো.আনিফুল (৪২) নামে এক মালদ্বীপ প্রবাসী নিখোঁজ হয়েছেন। ২২ দিন অতিবাহিত হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

এ নিয়ে পরিবারের মধ‍্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে। এ ব্যাপারে নিখোঁজ প্রবাসীর স্ত্রী উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের মোছা.মর্জিনা বেগম মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

মর্জিনা বেগম জানান, ১২ বছর আগে তার স্বামী জীবিকার তাগিদে মালদ্বীপ যায়। সেখানে গিয়ে কিছুদিন পরে অবৈধ হয়ে যাওয়ার কারণে দেশে ফিরতে পারছিলেন না। তবে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। ভরণপোষণের খরচ পাঠাতেন। গত ১১ সেপ্টেম্বর থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার প্রবাসের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় ওই দিন সে দেশে ফিরে গেছে। তারা আমাদের কাছে বিমানের টিকেটের ছবিও পাঠিয়েছে। স্বজনরা টিকেটের ছবি নিয়ে ঢাকায় বিমানবন্দরে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছেন আরিফুল ১১ সেপ্টেম্বর দেশে এসেছেন। দীর্ঘদিন পরে পরিবারের লোকজনকে না জানিয়ে দেশে ফিরে বাড়িতে না আসায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজনের মধ‍্যে উৎকন্ঠা দেখা দিয়েছে।

দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই মো. সোহেল রানা জানান, এ ব্যাপারে তদন্ত চলমান আছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর